আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৬:২০ এ.এম || প্রকাশকাল : মার্চ ৭, ২০২৪, ১০:১৯ পি.এম
ফরিদপুরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর শহরের শেখ জামাল স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভা ও ভিন্ন ভাষাভাষী/ বিদেশীদের মাধ্যমে ৭ই মার্চের ভাষণ ও ভাষণের গুরুত্ব উপস্থাপনা করা হয়।
উক্ত সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমান এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য কে আজাদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির পুলিশ সুপার মোর্শেদ আলম , জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ , ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান রাজ্জাক মোল্লা সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয় এবং ০৭ জন বিদেশিদের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপস্থাপনা করা হয়। তারা হলেন জ্যাকব বার্লিন (আমেরিকা), জয়া বার্লিন ( যুক্তরাজ্য), রবীন্দ্র মুরলিধর শর্মা (ভারত), নাকানো কোজি (জাপান), রিঘি পিটার সাবস্তেন্ট (শ্রীলংকা), কারাম রাজে আয়াদ (প্যালেস্টাইন ), সুমিত কোহার (নেপাল), ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ১১০৮ টি শব্দের প্লে কার্ডের মাধ্যমে একটি শব্দ মিছিল সহ বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ১১০৮ টি বেলুনে লেখা বেলুন উড়িয়ে উক্ত কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
ঐতিহাসিক ৭ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্মরণীয় করে রাখার জন্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক- শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha