ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলার মধ্য বিএসডাঙ্গী অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন নানা শেনী পেশার মানুষ। পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় চরভদ্রাসন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, চরভদ্রাসন সরকারি কলেজ, পল্লী বিদ্যুত সমিতি ও নানা শ্রেনী পেশার মানুষ।
পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম এর সভাপতিত্বে পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধাগন, ইউপি চেয়ারম্যন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। সভা শেষে ৭ই মার্চের ভাষন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপন করা হয় ঐতিহাসিক ৭ ই মার্চ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha