আজকের তারিখ : এপ্রিল ৩, ২০২৫, ৬:৩৪ এ.এম || প্রকাশকাল : মার্চ ৭, ২০২৪, ১:১৬ পি.এম
গাজীপুর জৈনাবাজার নতুন বেতন কাঠামো বাস্তবায়ন বিক্ষোভ

গাজীপুর জৈনাবাজার গতকাল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন জমজম স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা।
গাজীপুর শ্রীপুরে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা। গতকাল ভোর সাড়ে ছয়টা থেকে জৈনাবাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন জমজম স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা। এ সময় মহাসড়কের দীর্ঘ যানজট সৃষ্টি হয়, পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে সকাল আটটার দিকে যান বাহন চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, আশপাশের সব কারখানার বেতন বেড়েছে। শ্রমিকদের বেতন ৭ হাজার টাকা রয়েছে। বেতন কম তাও আবার সময় মত দেওয়া হয় না। বিষয়টি নিয়ে কারখানার ম্যানেজার ও জিএমের কাছে গেলে তারা কোন গুরুত্ব দেননি।
কারখানার অপারেটর জুনায়েদ জানান, তারা নতুন কাঠামো বেতনের দাবি জানিয়ে একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু তারা কোন সাড়া দিচ্ছে না, তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা।
মাওনা হাইওয়ে থানার এসআই ইসমাইল হোসেন জানান, বেতন বাড়ানোর সহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাসে তারা মহাসড়ক থেকে সরে যান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha