আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ৯:০২ পি.এম || প্রকাশকাল : মার্চ ৬, ২০২৪, ১০:৫২ এ.এম
মধুখালীর আলোচিত আকাশ হত্যা মামলার আসামি গ্রেফতার

ফরিদপুরের মধুখালীতে আলোচিত ও লোমহর্ষক হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো: মুর্তজা ফকিরকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।
গত সোমবার (৪ মার্চ) দুপুর একটায় গাজীপুর জেলাধীন জয়দেবপুর থানা এলাকা হতে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার মোঃ মোরশেদ আলম।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত ৪ জানুয়ারী ২০২৪ইং সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের চর গয়েশপুর গ্রামে আকাশ শেখ (১৫) নামের এক কিশোরের মরদেহ মধুমতি নদীর চরের ঢাল থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মৃত: আকাশ শেখের পিতা মোঃ বিল্লাল শেখ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/ সান্টু কুমার দেব অন্যান্য সোর্সের মাধ্যমে ঘটনায় জড়িত মো: মুর্তজা ফকির (২০), পিতা মোঃ গোলাম রসুল ফকির, গ্রাম - সংকোচখালি, মাগুরা সদর, জেলা - মাগুরা কে সোমবার দুপুর ১:০০ টায় গাজীপুর জেলাধীন জয়দেবপুর থানার মনিপুর তালতলী এলাকা হতে আটক করে।
আটকের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী তার বোন জামাই জাকির হোসেন এর পরিকল্পনা মতে গত ৩১শে ডিসেম্বর ২০২৩ইং তারিখ রাত সাড়ে আটটার দিকে চর গয়েশপুর প্রাইমারি স্কুল মাঠে পিকনিকের স্থল হতে আকাশ শেখকে কৌশলে ডেকে নিয়ে চর গয়েশপুর গ্রামের মধুমতি নদীর চরের ঢালে নিয়ে রাত আনুমানিক ১১:৪০ মিনিটের সময় লোহার রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে।
পুলিশ সুপার আরও বলেন, জাকির একজন বালু ব্যবসায়ী। বালুমহল কে কেন্দ্র করে তার প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য উক্ত হত্যাকান্ডটি ঘটিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha