হাসান আজিজুল হক ছিলেন ষাটের দশকে আবির্ভূত একজন বাংলাদেশি ঔপন্যাসিক ও ছোট গল্পকার। ছোটগল্পের মুকুটহীন এই সম্রাটের খ্যাতি ছিল দুই বাংলা জুড়ে। সুঠাম গদ্য এবং মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য প্রসিদ্ধ তার সৃষ্টি। জীবন সংগ্রামে লিপ্ত মানুষের কথকতা তার গল্প- উপন্যাসের প্রধান অনুষঙ্গ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি একাধারে তিনি লিখেছেন গল্প, উপন্যাস ও প্রবন্ধ। বাংলা সাহিত্যে অবদানের জন্য অর্জন করেছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার। হাসান আজিজুল হকের জন্ম হয় ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মঙ্গলকোটের যবগ্রামে। ১৯৫৪ সাল পরবর্তী কোন একটা সময়ে তিনি বাংলাদেশে চলে আসেন এবং ২০২১ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের রাজশাহীতে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
হাসান আজিজুল হকের জন্মস্থান বর্ধমান জেলার সেই মঙ্গলকোটে এবার 'হাসান আজিজুল হক রত্ন' সম্মাননায় ভূষিত হলেন বাংলাদেশের বিশিষ্ট কবি, লেখক এবং আলোচক পংকজ পাল।
কবি কুমুদরঞ্জন মল্লিকের ১৪২ তম জন্মদিন উপলক্ষে ৩ মার্চ রবিবার কবির জন্মভিটে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার মঙ্গলকোটের কোগ্রামে 'মধুকর' প্রাঙ্গনে দক্ষিণবঙ্গের অন্যতম বৃহত্তম ও জনপ্রিয় সাহিত্যচর্চার আসর ঐতিহ্যবাহী ‘কুমুদ সাহিত্য মেলা’য় এ সম্মাননা প্রদান করা হয়। কুমুদ সাহিত্য মেলা উদযাপন কমিটি'র সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানান, নাম প্রস্তাবনার পর যাচাই বাছাই কমিটির চুলচেরা বিশ্লেষণের পর আমরা কবি পংকজ পালকে 'হাসান আজিজুল হক রত্ন' প্রাপক হিসেবে নির্বাচিত করি। পংকজ পালসহ ১৭ জনকে বিভিন্ন রত্ন সম্মাননা প্রদান করা হয়।
'বিধান শিশু উদ্যান'র সম্পাদক গৌতম তালুকদারের সভাপতিত্বে রত্ন প্রাপ্তরা হলেন, শ্রী জয়দীপ মুখার্জি (কুমুদ সাহিত্য রত্ন), শ্রী অশোক ভদ্র (লোচনদাস রত্ন), মহাশয়া কুমকুম সেনগুপ্ত (নজরুল ইসলাম রত্ন), শ্রী প্রসেনজিৎ ভট্টাচার্য (নুরুল হোদা রত্ন), শ্রী শম্ভু সেন (সমীরণ চৌধুরী রত্ন), শ্রী পার্থ চৌধুরী (পুরুষোত্তম সামন্ত স্মৃতি পুরষ্কার), শ্রী ডক্টর শ্যামলেন্দু চ্যাটার্জি (বর্ধমান জেলা রত্ন), শ্রী চন্দ্র নারায়ণ বৈরাগ্য (মেমারি রত্ন), শ্রী পঙ্কজ কুমার পাল (হাসান আজিজুল হক রত্ন), জনাব রফিকউদ্দিন মন্ডল (দক্ষিণ দামোদর রত্ন), জনাব মোল্লা শফিকুল ইসলাম (খন্ডঘোষ রত্ন), শ্রী সোমনাথ ভট্টাচার্য (কাটোয়া রত্ন), জনাব মাসুদ করীম (মঙ্গলকোট রত্ন), শ্রী নির্মলেন্দু পাল (কালনা রত্ন), শ্রী মূলচাঁদ আগরওয়ালা (বীরভূম রত্ন), জনাব আমিরুল ইসলাম (সমীর ভট্টাচার্য রত্ন), জনাব আমির শেখ (মমতা মন্ডল স্মৃতি রত্ন)।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু সিংহরায়, বৈদূর্য ঘোষাল। কাজী নজরুল ইসলাম এর বংশধর সোনালি কাজী, পল্লিকবি কুমুদ রঞ্জন মল্লিকের বংশধর মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়, মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ, বর্ধমান জেলা আদালতের সিনিয়র এপিপি সঞ্জয় ঘোষ, আন্তর্জাতিক হোমিওপ্যাথি চিকিৎসক প্রকাশ মল্লিক, হুগলি জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর অফিস মাস্টার সাহানা খাতুন, সাহিত্যিক শুভাশীষ মল্লিক, বাংলাদেশের যশোরের লেখক কাজী নূর, চিকিৎসক অভয় সামন্ত, আবৃত্তিজন দেবিকা মুখোপাধ্যায়সহ স্থানীয় গণমাধ্যমকর্মী এবং প্রশাসনিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত এ মেলায় দ্বিতীয়বারের মতো ভারতবর্ষের বাইরে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিশিষ্ট কবি, লেখক এবং আলোচক পংকজ পালকে হাসান আজিজুল হক রত্ন' সম্মানে ভূষিত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha