আজকের তারিখ : এপ্রিল ২, ২০২৫, ১:২২ এ.এম || প্রকাশকাল : মার্চ ৫, ২০২৪, ১০:৫৯ এ.এম
মধুখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের কলাগাছী গ্রামের এক যুবক আত্মহত্যা করেছে। মৃত ওই যুবকের নাম অপূর্ব রায় (২৩)।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৪ মার্চ) রাত আনুমানিক ১টার সময় বাড়ির কাউকে কিছু না জানিয়ে বাড়ির পাশের মেহগনি বাগানে গাছের সাথে লাইলনের দড়ি দিয়ে ঝুলে থাকে। অপূর্বর বাবা খুঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির দক্ষিণ পাশে ছেলেকে ঝুলতে দেখে চিৎকার চেচামেচিতে লোকজনকে ডাকলে আশেপাশের লোকজন এসে অপূর্বকে মৃত অবস্থায় নিচে নামায়। জানা যায় তার দুচোখে সমস্যা ছিল, দীর্ঘদিন যাবৎ চোখের সমস্যায় ভুগছিলেন।
খবর পেয়ে মধুখালী থানার জরুরী ডিউটিতে থাকা উপ-পরিদর্শক (এসআই) নাজিমউদ্দীন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha