করোনা নিয়ন্ত্রণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর স্বল্প পরিসরে আন্ত:জেলায় গণপরিবহন চলাচলে স্বস্তি ফিরেছে পরিবহন শ্রমিকদের মাঝে। তবে সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নে সড়কের গুরুত্বপূর্ণ জায়গায় ট্রাফিক পুলিশের নজরদারি বসে।
বৃহস্পতিবার সকালে ফরিদপুর পৌর বাস বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, লকডাউনে বন্ধ থাকা গণপরিবহন চলাচল বন্ধ থাকার পর আজ থেকে সরব হয়েছে বাসস্ট্যান্ড। কর্মচাঞ্চল্য ফিরে এসেছে শ্রমিকদের মাছে। অনেকেই যাত্রীবাহী গাড়ি ধুয়ে মুছে নিচ্ছে। তবে জেলার বাইরে যাত্রী নিয়ে যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিক ও যাত্রীরা।
পরিবহন শ্রমিকরা জানান ‘আমরা খুশি। অল্প পরিসরে হলেও রাস্তায় গাড়ি নিয়ে নামতে পেরেছি। তবে অন্য জেলায় যেতে দিলে আরো বেশি ভাল হত।’
তারা আরো বলেন, ‘করোনার দীর্ঘ সময় বাস বন্ধ থাকায় আমরা একেবারেরই কর্মহীন ছিলাম। সংসার চালাতে বেশ কষ্ট হয়েছে। এখন অল্প হলেও কিছুটা স্বচ্ছলতা ফিরে আসবে।’
অন্যদিকে, ফরিদপুর থেকে মাগুরাগামী হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন যাত্রী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের সঙ্গে কথা হলে তারা বলেন, ‘এখান থেকে কোনো গাড়ি মাগুরা যাচ্ছে না। ফরিদপুরের বাস মধুখালীর কামারখালী পর্যন্ত যাবে, কিন্তু তার পরে কিভাবে যাব।’
ফরিদপুর ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর বলেন, ‘সরকারি নির্দেশ বাস্তবায়নে আমরা কাজ করছি। আমরা দেখছি কোন বাস অতিরিক্ত যাত্র্রী তুলছে কি না। এছাড়া, জেলার নয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়ে তদারকি করছেন।’
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha