ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ফরাসি ভাষা শিক্ষাদানের প্রত্যয় জানিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো পাঠশালা। শনিবার বিকালে রাজধানী প্যারিসে পাঠশালার হলরুমে ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান উবায়দুল্লাহ কয়েছ অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রত্যয় ব্যক্ত করেন পাঠশালা ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আস্থার প্রতিষ্ঠান হবে।
তিনি বলেন ফ্রান্সে বসবাস করতে হলে ফ্রেঞ্চ ভাষা শিক্ষার বিকল্প কিছুই নেই। ফ্রান্সে নিয়মিত হওয়া থেকে শুরু করে জাতীয়তা অর্জন সব ক্ষেত্রেই এখন ফরাসি ভাষা পড়া ও লেখার বাধ্যতামূলক আইন জারি করা হচ্ছে ।
এসময় পাঠশালার উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ফ্রান্সে বসবাসরত কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, পেশাজীবি, ব্যবসায়ীসহ নানাস্তরের মানুষ এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫