ফরিদপুর জেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কমিটির অনুমোদন দেয়া হয়। ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে একজনকে আহবায়ক, দুইজনকে যুগ্ম আহবায়ক এবং ১৮ জনকে সদস্য করা হয়েছে।
বুধবার কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল আহবায়ক কমিটির অনুমোদন দেন।
কমিটির আহবায়ক করা হয়েছে জিয়াউল হাসান মিঠুকে। দুইজন যুগ্ম-আহবায়ক হলেন- মেহেদী হাসান শামীম তালুকদার ও খান মো. শাহ্ সুলতান রাহাত।
কমিটিতে সদস্যরা হলেন- মো. তাওফিক হোসেন (পুচ্চি), লাভলু মুন্সী, সৈয়দ আলি আশরাফ পিয়ার, মাহফুজ আহমেদ হিমেল, মাহমুদ রাজু খান, গোবিন্দ চন্দ্র বিশ্বাস, আলী আজগর মানিক, খন্দকার ওবায়দুর রহমান মামুন, শওকত হোসেন মুকুল, মো. সেলিম উজ জামান লিটু, তানভির কামাল সাব্বির, খায়রুল বাসার, শরিফুল হাসান প্লাবন, দাউদ উজ জামান, জুয়েল খান, মো. শফিকুল ইসলাম আজাদ, ইতমাম হাসিন চৌধুরী, মো. শহিদুল ইসলাম জাহিদ।
কমিটিকে পরবর্তী ৯০ দিনের মধ্যে সকল শাখার সম্মেলন সম্পন্নের পর ফরিদপুর জেলা শাখার সম্মেলন করার নির্দেশ দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha