আজকের তারিখ : জুলাই ২৭, ২০২৫, ৭:১৬ পি.এম || প্রকাশকাল : মার্চ ৩, ২০২৪, ৬:৫৯ পি.এম
ফরিদপুরে পরিবহন সুপারভাইজারের লাশ উদ্ধার

ফরিদপুর কোতোয়ালী থানা কর্তৃক পরিবহন সুপারভাইজার আব্দুল হাই জমাদার (৫০) নামক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
ফরিদপুর শহরের নতুন বাস স্ট্যান্ড আনসার উদ্দিন মার্কেট (স্বত্বাধিকারী আনসার উদ্দিন) এর তিন তলা ভবনের ২য় তলার উত্তর পাশের ০৪ নং রুমের ভিতর থেকে আজ বিকাল তিনটা কুড়ি মিনিটে উক্ত ব্যক্তির লাশ উদ্ধার করা হয় ।
জানা যায়, গত রাত অনুমানিক ১২:১০ মিনিটের পর হ্যাপি ডিলাক্স পরিবহনের সুপার ভাইজার আব্দুল হাই জমাদ্দার(৫০) পিতা- নজির আহম্মেদ জমাদ্দার, সাং-শাকারিকাঠি, থানা-মঠবাড়ীয়া, জেলা- পিরোজপুর ডিউটি শেষে গোয়ালচামট নতুন বাস স্ট্যান্ড আনসার উদ্দিন মার্কেট এর তৃতীয় তলায় উত্তর পাশের ০৪ নং কক্ষে ঘুমিয়ে পড়ে।
আজ রবিবার বেলা বারোটায় হ্যাপি ডিলাক্স এর ড্রাইভার হানিফ সরদার তাকে ফোন দিয়ে না পেয়ে রুমের সামনে এসে ডাকতে থাকে। কোন সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি মার্কেটের মালিক সহ বাসস্ট্যান্ডের কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশকে ফোন দেন।
পরবর্তীতে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের হ্যাজবোল্ড ভেঙে রুমে প্রবেশ করে আব্দুল হাই জমাদ্দারকে মৃত অবস্থায় দেখতে পায়।
কোতয়ালি থানার এসআই সুজন বিশ্বাস মৃত আব্দুল হাই জমাদ্দারের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুরে প্রেরণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যে যে কোন সময় স্ট্রোক জনিত কারণে উল্লেখিত ব্যক্তির মৃত্যু বরন করেন।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha