আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৫:৩৬ পি.এম || প্রকাশকাল : মার্চ ৩, ২০২৪, ৬:০৭ পি.এম
খোকসা সরকারি কলেজের শিক্ষক রবিউল ইসলাম এর ইন্তেকাল

কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক রবিউল ইসলাম রবি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। আমাদের অত্যন্ত কাছের একজন মানুষকে আমরা হারালাম, তিনি খোকসা প্রেসক্লাবের প্রতিষ্ঠা কালীন সদস্য ছিলেন।
তার মৃত্যুতে আমরা শোকাহত, খোকসা প্রেসক্লাব এর পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। আল্লাহ রাব্বুল আলামীন তার পরিবারকে শোক সইবার ক্ষমতা দান করুন।
তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক মাস খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার পর আজ রবিবার দুপুর ১:৩০টার ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে খোকসা সরকারি কলেজের পরিবার, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, অঙ্গ সংগঠন শোক প্রকাশ করেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ বেলা সাড়ে ৩টার সময় তার কর্মস্থল খোকসা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে দাফনের জন্য তার দেশের বাড়ি শৈলকুপা নিয়ে যাওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha