নাটোরের বাগাতিপাড়ায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই মাস্টারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রের নাম শ্বারুফ হোসেন (১৪)। সে ওই এলাকার বাহারাইন প্রবাসী খায়রুল ইসলামের ছেলে এবং চাঁদপুর রাফাতুল্লাহ সোনার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মিঠু।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, শ্বারুফ এদিন দুপুরে মোবাইল ফোন কিনে দিতে মায়ের কাছে আবদার করে। ছেলের আবদারের মোবাইল ফোন কিনে দিতে অপারগতা প্রকাশ করায় সবার অজান্তে শ্বয়ন কক্ষের আড়ার (তীর) সাথে নিজের গলায় ফাঁস দেয়। বাড়ির লোকজন টেরপেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কৃর্তব্যরত চিকিৎসক মৃতবলে ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫