আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ১২:৪৮ পি.এম || প্রকাশকাল : মার্চ ২, ২০২৪, ৩:২৯ পি.এম
দৌলতদিয়া খানকা শরীফে মেদনীপুরের বড় হুজুর পাকের আগমন

ভারতের মেদেনীপুরের আঞ্জুমান-ই-কাদেরীয়া তরিকার পীর ও বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রাঃ)- এর বংশধর, হযরত সায়েদ শাহ ইয়াছুফ আলী আল্ কাদরী (রাঃ) এর আগমন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকা শরীফে লাখো মানুষের ঢল নামে।
শনিবার সকাল সাড়ে ১০টায় হুজুর পাকের বহনকারী হেলিকপ্টার দৌলতদিয়া হেলিপ্যাডে অবতরন করে।
হেলিপ্যাডে হুজুর পাক কে ফুলেল শুভেচ্ছা জানান রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রানবন্ধু বিশ্বাস, প্রমুখ।
আগের দিন থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুরিদান ও ভক্তবৃন্দ দৌলতদিয়া এসে রাত্রি যাপন করে। হুজুর পাক আসার আগেই হেলিপ্যাড থেকে দৌলতদিয়া আঞ্জুমান কাদরিয়া খানকা পাক পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার দুই পাশে মানুষ হুজুর পাকের জন্য অপেক্ষা করেন। দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে দৌলতদিয়া খানকা শরীফে আগমন করেন।
খানকা শরীফে হুজুর পাক কে ফুলেল শুভেচ্ছা জানান গোয়ালন্দ পৌরসভার মেয়র মো নজরুল ইসলাম মন্ডল, পরে বেলা ১২টার দিকে দৌলতদিয়া আঞ্জুমান কাদরিয়া খানকা পাকে ভক্তবৃন্দের সাথে মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন ইরাক থেকে আগত বাগদাদ বড়পীর হযরত আব্দুল কাদের জীলানী (রাঃ) এর মাজারের খাদেম হযরত খালিদ আব্দুল কাদির মনসুর জিলানী (রাঃ)।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha