ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের লখেরকান্দি গ্রামের কৃষক নিহাব মল্লিকের (৪৫) গরুর ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
গত শনিবার দিবাগত রাত ১০টার দিকে মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রাপাত হয়েছে বলে এলাকাবাসী ধারণা করে। জানা যায়, আগুন মুহুত্তের মধ্যে ছড়িয়ে পড়লে গরুর ঘরসহ ৪টি গরু পুড়ে ভস্মীভূত হয়।
অগ্নিকান্ডে অনুমানিক ৩ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসীর ১ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পাশে থাকা ২টি বসত ঘর অগ্নিকান্ড থেকে রক্ষা পায়।
৪টি গরু হারিয়ে নিহাব মল্লিকের পরিবার দিশেহারা হয়ে পড়েছে। কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন ফকির ঘটনাটি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫