"সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো" - এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রার ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন।
সভায় উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দিন, মুক্তিযোদ্ধা আয়ুব আলী, মো: সেলিম হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইশতিয়াক চৌধুরী রানা, সাথী পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দিন জানায়, ভোটার তালিকা অনুযায়ী কালুখালীর মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৩৭ হাজার ৬১৫ জন। এর মধ্যে পুরুষ ৭০ হাজার ৫৯৩, নারী ৭৬ হাজার ২১ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫