আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ৩:৫০ পি.এম || প্রকাশকাল : মার্চ ২, ২০২৪, ৬:২১ পি.এম
রাজবাড়ীকে পুনরায় রেলের শহর বানানো হবে – রেলমন্ত্রী মো: জিল্লুল হাকীম

রেলমন্ত্রী মো: জিল্লুল হাকীম বলেছেন, রাজবাড়ীকে পুনরায় রেলের শহর বানানো হবে। রেলের সকল প্রকার দূর্নীতি রোধ করে, রেলকে আধুনিক সেবার মান উপযোগী করে সাজাতে হবে। যারা বেআইনি ভাবে রেলের জায়গা দখল করে আছে তাদেকে রেলের জায়গা থেকে উচ্ছেদ করা হবে।
শনিবার বালিয়াকান্দি শেখ রাসেল স্টেডিয়ামে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন রেলমন্ত্রী মো: জিল্লুল হাকীম।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha