‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় ৬ ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা চত্তরে শান্তির প্রতিক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে একটি র্যালী বের করে উপজেলা চত্তরের সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিনি সম্মেলন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমীনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার হোসনূল-অরা তীন সোফিয়ার পরিচালনায় কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলী আকসাদ ঝন্ট্।
এ সময় উপস্থিত ছিলেন ওসি মো. সেলিম রেজা, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি সলাইমান আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, কৃষি অফিসার তুষার সাহা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু বক্কর, যুব উন্নয়ন অফিসার কাজী দেলোয়ার হোসেন, সহকারী নির্বাচন কর্মকর্তা অসীম রায় প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।