চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোফাজ্জুল ইসলাম (৪০) নামে এক ঘাস ব্যবসায়ীর আগুনে পুড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) দুপুরে উপজেলার বহরম এলাকার একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চক বহরম এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
নিহতের ভাই সেরাজুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে তার ভাই জরুরী কাজ আছে বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে আর বাড়ি ফিরেনি। সকাল ১০টার দিকে বহরম এলাকায় একজনের আগুনে পুড়া মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ওই মরদেহটি আমার বড় ভাই তোফাজ্জুল ইসলামের। পরে পুলিশে খবর দিলে পুলিশ দুুপুরে মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, কিভাবে মারা গেছে তা জানা না গেলেও, এটি যে পরিকল্পিত হত্যাকান্ড তা নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক ধারণা- হত্যাকারীরা তাকে মেরে মাঠের ভেতর মাড়াই করা সরিষার খড়ের ভেতর আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন। এছাড়া মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাবার পর মৃত্যুর সঠিক কারণ ও রহস্য নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha