আজকের তারিখ : এপ্রিল ২৩, ২০২৫, ৩:১৭ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২৯, ২০২৪, ৯:৫১ পি.এম
হাতিয়ায় শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “হাতিয়া উপজেলা ছাত্রলীগ ও দ্বীপ সরকারি কলেজ এবং পৌরসভা ছাত্রলীগের আয়োজন করে শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪।
উক্ত ফাইনাল খেলায় তমরুদ্দি রাইডার্স বনাম পৌরসভা একাদশের খেলা হয়। খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইনিংসের শেষ বলে এক উইকেটে জয় লাভ করে তমরুদ্দি রাইডার্স একাদশ।
বৃহস্পতিবার ( ২৯ ফেব্রুয়ারী) সকালে সাংস্কৃতিক অনুষ্ঠনের মধ্য দিয়ে শুরু হয় ফাইনাল খেলার কার্যক্রম ।এ সময় বিভিন্ন নৃত্য পরিবেশন করেন- হাতিয়া শিল্পকলা একাডেমির শিল্পিরা । নৃত্য এবং গান গুলো সরাসরি উপভোগ করেন খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা ও হাতিয়া-৬ আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলী এবং সাবেক সংসদ আয়েশা ফেরদৌস।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ সাজেদ উদ্দিনের সঞ্চালনায় ও হাতিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র কে এম ওবায়দুল্লাহ বিপ্লব, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জিসান আহম্মেদ, উপজেলা ভাইস- চেয়ারম্যান কেফায়েত উল্যাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন, উপজেলা যুবলীগের সভাপতি শাহ্ আজিজুর রহমান মিরাজ, সহ অন্যন্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দরা জয়ী খেলোয়াড় এবং খেলা পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দের হাতে পুরস্কার সহ ক্রেস তুলে দেন।
উল্লেখ্য গত ২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট’ ২০২৪ এর শুভ উদ্বোধন করেন শেখ রাসেল ক্রিকেট টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা মোহাম্মদ আলী এমপি।টুর্ণামেন্টে হাতিয়া উপজেলা বিভিন্ন এলাকার থেকে ১৬ টি টিম অংশ নিয়ে প্রতিদ্বন্দিতা করেন।খেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার দর্শক হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গণে উপস্থিত হলে এক উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha