ফরিদপুরের আলফাডাঙ্গায় সাংবাদিক সেকেন্দার আলমের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেনআলফাডাঙ্গা প্রেসক্লাব। গতকাল শনিবার দুপুর ১২ টায় আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আলফাডাঙ্গা কর্মরত সাংবাদিকদের পাশাপাশি স্থানীয়রা অংশগ্রহণ করেন।
প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর কবিরের পরিচালনায় এসময় বক্তব্য প্রদান করেন, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মোরাদ হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
বক্তরা বলেন, সাংবাদিক সেকেন্দার আলমের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রæত শনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। যেন আগামীতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় সেকেন্দার মোটরসাইকেলে উপজেলার পবনবেগ পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন তিন রাস্তার মাথায় যান। সেখানে মোটরসাইকেলে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা তাকে পিটিয়ে কান ও মাথা জখম করলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। সেকেন্দারের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। সর্বশেষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিওরোলজি বিভাবে ভর্তি করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ওসি ওহিদুজ্জামান জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চিহিৃত ব্যক্তিদের খুজে বের করার জন্য পুলিশ তৎপর রয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে, অপরাধীরা কোন ভাবেই ছাড় পাবেনা। সেকেন্দার সুস্থ হয়ে আমাদের সাথে কথা বললে অপরাধীদের চিহিৃত করতে সহজ হবে।
[caption id="attachment_6594" align="alignnone" width="1000"] dav[/caption]
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha