আজকের তারিখ : জানুয়ারী ১০, ২০২৫, ৪:২৫ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২৮, ২০২৪, ৮:২৬ পি.এম
ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
কুষ্টিয়া ভেড়ামারা মহাসড়কের লালন শাহ সেতুর সন্নিকটে ভেল্কির পুল নামক স্হানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলে মোটরসাইকেল আরোহী ফিরোজ আলী রবিন (২৬) নামের একজন মারা যায়।
গতকাল বুধবার ২৮ ই ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রবিন ভেড়ামারা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বামনপাড়া এলাকার রমজান আলীর ছেলে। সে রুপপুর পারমানবিকে ভেকু চালক হিসাবে চাকরি করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পথচারী সূত্রে জানা যায়, অজ্ঞাত ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে ট্রাকের আঘাতে রবিন মারা যায়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক ঝিনাইদহ ট-১১-১২৯৭ ড্রাইভার জান্নু মিয়া কে লোকজন আটক ধরে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, ঘাতক ট্রাক ও ড্রাইভারকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। অভিযোগ দায়ের হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha