রাজশাহীর বাঘায় লাইন ওভারটেক করে টিসিবি (বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন)’র পণ্য নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন -হেদাতিপাড়া গ্রামে নফেল প্রামানিকের ছেলে গোলাম রাব্বি কাজল (২৫), আবদুল মজিদ প্রামানিকের ছেলে খোরশেদ আলম (৪০), সুরাপ আলী প্রামানিকের ছেলে হুমায়ন কবির (৪০)। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বুধবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে।
স্থানীয় জালাল হোসেন জানান,টিসিবি’র পণ্য নেওয়ার জন্য কার্ডধারীদের অনেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন।লাইন ওভারটেক করে পণ্য নিতে বাঁধা দেওয়ায়বিতর্কে জড়িয়ে ভারালীপাড়া গ্রামের রাজিব হোসেনকে মারধর করেন বাউসা হেদাতিপাড়া গ্রামের গোলাম রাব্বি কাজল।
দু’পক্ষের উত্তেজনা ছড়িয়ে পড়লেস্থানীয় আ’লীগ পার্টি অর্ফিসে আশ্রয় নেন গোলাম রাব্বি কাজল। পরে ভারালীপাড়া গ্রামের লোকজন দলবদ্ধ হয়ে পার্টি অর্ফিসে ভেতরেগোলাম রাব্বি কাজলকে মারধর করে। পরেবাঁশের লাঠি, হাঁসুয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রামের লোকজন।
রাজিব হোসেনের দাবি,গোলাম রাব্বি কাজলের কাছে ১০/১২ টি কার্ড ছিল। আমার কাছে থাকা কার্ডটি একজনকে দেওয়ার সময় তর্কে জড়িয়ে আমাকে মারধর করে।গোলাম রাব্বি কাজলের দাবি রাজিব হোসেন লাইন ওভারটেক করে আগে পণ্য দিতে যাচ্ছিল। তাকে বাঁধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত হয়। পরে পার্টি অফিসের ভেতরে ঢুকে তাকে মারধর করেছে।
ইউপি সদস্য মহসিন আলী বলেন, চেয়ারম্যান বিষয়টি মিমাংসা করে দেওয়ার পরে দুইগ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। তার ভাষ্য, আওয়ামী লীগের পার্টি অফিসের ভেতরে ঢুকে মারধর ও ভাংচুর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান বলেন, প্রথম ঘটনাটি নিষ্পত্তি করে দেওয়ার পরে পরিষদের বাইরে পরে ঘটনা ঘটেছে। বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha