“পুলিশই জনতা জনতায় পুলিশ”এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক, বাল্যবিবাহ নারী নির্যাতন জুয়া ও আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে সুধীজন ও জনপ্রতিনিধিদের নিয়ে বীট পুলিশিংয়ের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের আলিনগর স্কুল ও কলেজ মাঠে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) চাঁপাইনবাবগঞ্জ ও পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত মোঃ আবুল কালাম শাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মুহম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল আওয়াল, জেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার মোঃ তাজুল ইসলাম সোনার্দ্দী, আলিনগর ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার বজলুল হকসহ বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, সাধারণ জনগণ, ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের উপস্থিতিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
এই ওপেন হাউস ডে অনুষ্ঠানে বিভিন্ন জন বিভিন্ন ভাবে তাদের সুবিধে অসুবিধার কথাগুলো তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতার হাত বাড়ান।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম শাহিদ জানান, আপনারা আপনাদের সকল প্রকার খোলামেলা কথাগুলো আমাদের কাছে প্রকাশ করতে পারেন আমরা আপনাদের পরিচয় গোপন রেখে আপনাদের স্বার্থে আমাদের পুলিশ প্রশাসন কাজ করবো।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha