আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ১২:৪০ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২৭, ২০২৪, ১০:১৯ পি.এম
তানোরে স্থানীয় সরকার দিবস উদযাপিত

রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে।
জানা গেছে, ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে এদিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রকৌশলী সাইদুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম, উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনীয়া সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এটিএম কাওসার আলী, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু ও সহকারী অধ্যাপক মুন্সেফ আলী প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিন এর আগে, 'স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ প্রতিপাদ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha