সদরপুর থানার আয়োজনে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১১টায় ওসির সভা কক্ষে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত গোলদার বলেন, আজ থেকে সদরপুর উপজেলাকে মাদক মুক্ত থানা হিসেবে ঘোষনা করেন।
তিনি আরো বলেন, থানায় অভিযোগ ও সাধারণ ডাইরি করতে এখন থেকে বিনা টাকায় পুলিশের সেবা পাওয়া যাবে। এছাড়া পুলিশ জনগণের বন্ধু বা সেবক হিসেবে কাজ করবে। উপজেলায় কোন প্রকার অবৈধ চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা বাদিয়ে যারা সমাজের সাধারণ লোকজনকে হয়রানি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন, সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাবেক সভাপতি আব্দুল মজিদ মিয়া, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লাবলু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শিমুল তালুকদার, প্রভাত কুমার সাহা, মোঃ হুমায়ুন কবির, এস.এম. আলমগীর হোসেন, সাব্বির হাসান, প্রমুখ।
ফরিদপুরের সদরপুর থানার নবাগত ওসির সাথে সংবাদিকদের মতবিনিময়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫