ঝালকাঠির নলছিটিতে রাসেল মোল্লা নামের এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত মিলন হাওলাদার, মিরাজ হাওলাদার, মনির হাওলাদার এবং বেল্লাল সরদারকে আটক করেছে নলছিটি থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী।
নলছিটি থানায় কর্মরত এস আই শহিদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর এলাকা থেকে
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন হাওলাদার, মিরাজ হাওলাদার,উভয় পিতা সেলিম হাওলাদার, মনির হাওলাদার, পিতা খলিল হাওলাদার এবং বেল্লাল সরদার,পিতা এনসান সরদারকে আটক করা হয়েছে।
[caption id="attachment_65798" align="alignnone" width="300"] আটক ৪ আসামি ও জখমের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার[/caption]
উল্লেখ্য গত ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে রাসেল মোল্লাকে কুপিয়ে আহত করে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।এব্যাপারে নলছিটি থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর-০৭।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মুরাদ আলী জানান, আটককৃতদের দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে দুটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে। তাদেরকে আগামীকাল জেল হাজতে প্রেরন করা হবে বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫