আজকের তারিখ : নভেম্বর ২১, ২০২৪, ১১:৫৩ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২৭, ২০২৪, ৩:২৬ পি.এম
মধুখালীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করলেন মৎস্য মন্ত্রী আব্দুর রহমান
ফরিদপুর জেলাধীন মধুমতি নদীর বাম তীরের ভাঙ্গন হতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি জাদুঘর সংযোগ সহ অন্যান্য এলাকার সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি ২০২৪ইং) বিকাল ৪ ঘটিকায় মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফনগর গ্রামে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি জাদুঘর চত্বরে প্রকল্পটির শুভ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এম শহিদুল ইসলাম, মহাপরিচালক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। অনুষ্ঠানের সভাপতি করেন মোঃ শাহজাহান সিরাজ, প্রধান প্রকৌশলী, পশ্চিম অঞ্চল, বাপাউবো ফরিদপুর ও প্রকল্প পরিচালক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামানন্দ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদপুর। ফরিদপুর পৌর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শহিদুল আলম। মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল ফরিদপুর। মোঃ শহিদুল ইসলাম, চেয়ারম্যান মধুখালী উপজেলা পরিষদ। মোঃ রেজাউল হক বকু, সাধারণ সম্পাদক মধুখালী উপজেলা আওয়ামীলীগ। মোঃ মিরাজ হোসেন, অফিসার ইনচার্জ মধুখালী। মোঃ শহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ বোয়ালমারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলোওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মামনুন আহমেদ অনীক, উপজেলা নির্বাহী অফিসার মধুখালী।
অনুষ্ঠানের বিশেষ অতিথি এস এম শহিদুল ইসলাম মহাপরিচালক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন। এ সময় মৎস্য মন্ত্রী আব্দুর রহমান এলাকার সার্বিক উন্নয়নের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha