ঢাকার গুলশানে একটি ফ্লাটে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার হত্যার প্রতিবাদে এবং সুষ্ঠ বিচারের দাবীতে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সংবাদ সম্মেলন ।
৮ মে শনিবার বেলা ১১টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদের মধুখালীসাংগঠনিক জেলা শাখা সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে ঢাকার গুলশানে মোসারাত জাহান মুনিয়ার মুত্যুর ঘটনার নিরপেক্ষ ও প্রভাব মুক্ত তদন্ত এবং সুষ্ঠ বিচারের দাবীতে সকল প্রকার সহিংসতা কর্মকান্ডে জড়িতদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে লিখিত স্মারকলিপি পাঠ করেন মধুখালী সাংগঠনিক জেলা শাখার সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) শামচ্ছুন্নাহার নিহার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রেরন করেন মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার নেতৃবৃন্দ।
সকল সহিংসতার প্রতিবাদ এবং বিচার দাবী করে বক্তব্য রাখেন মধুখালী সাংগঠনিক জেলা শাখার উপদেষ্টা এবং মধুখালী প্রেসক্লাবের নির্বাহী সদস্য হাজী আব্দুল মালেক সিকদার, মোঃ নজরুল ইসলাম,সংগঠনের লিগ্যাল এইড সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা, আন্দোলন সম্পাদক মিলি ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫