আজকের তারিখ : জুলাই ১৯, ২০২৫, ৪:৩৩ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২৩, ২০২৪, ৯:১৫ পি.এম
শালিখায় ১৬ প্রহর ব্যাপী বাৎসরিক মহানাম যজ্ঞানুষ্টান অনুষ্ঠিত

মাগুরা শালিখা উপজেলার হরিশপুর বারইপাড়া সার্বজনীন ঠাকুর বাড়ি পূজা মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে মহানাম যজ্ঞ সংকীর্তন। শালিখা উপজেলার হরিশপুর বারইপাড়া সার্বজনীন ঠাকুর বাড়ি পূজা মন্দিরে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১৬ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম। গত বুধবার ২১শে ফেব্রুয়ারী২০২৪ইং তারিখ হতে শুরু হওয়া এই মনুষ্যধামে জীবজগতের কল্যাণ ও শ্রী শ্রী গৌর সুন্দরের কৃপা লাভের প্রত্যাশায়, উক্ত গ্রামের সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ’রা এ অনুষ্ঠানের আয়োজন করে।
দুর দুরান্ত থেকে আগত শিল্পী’রা এখানে নামকীর্তন পরিবেশেন করেন। এখানে আগত ভক্তবৃন্দর জন্য দিবা রাত্র প্রসাদের ব্যবস্থা রয়েছে। বহু দূর থেকে আগত ভক্ত বৃন্দ নাম শ্রবণ করতে আসে এবং তারা বিশ্বাস করে যে, ভক্তিতেই মুক্তি। এছাড়া হিন্দু সনাতন ধর্মের ভগবান শ্রী কৃষ্ণ’র মুখ নিঃসৃত বাণী হলো -আমার হতে নাম বড়ো, আমার নাম হতে আমার ভক্ত বড়ো, তাই তারা নাম শ্রবণএ আগ্রহী, এই ধরাধাম থেকে অমৃত ধামের পথে এবং শ্রী গোলকের চরনে ঠাই পাবার জন্য।
যজ্ঞানুষ্ঠান পরিচালনায় রয়েছেন মন্দির কমিটির সভাপতি শ্রী জয়বেদ চ্যাটার্জি সর্বিক ব্যবস্থাপনায় শ্রী উত্তম কুমার ও অত্র গ্রামের ভক্তবৃন্দ এবং মন্দির পরিচালনা কমিটি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha