রাজবাড়ী জেলাধীন কালুখালীর চাঞ্চল্যকর শরীফ হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যেই আসামী গ্রেফতার করে হত্যার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ । শুক্রবার সকালে পাংশা সার্কেলের এএসপি সুমন কুমার সাহা এক প্রেস রিলিজে এই তথ্য নিশ্চিত করেছেন। কালুখালী থানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস রিলিজ প্রদানকালে কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসাইনসহ বিভিন্ন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেসরিলিজ প্রদানকালে পাংশা সার্কেলের এ এসপি সুমন কুমার সাহা জানান,শরিফ হত্যার মুল আসামী তরিকুল ইসলাম। সে কালুখালীর রুপসা গ্রামের চাঁদ আলী শেখের পুত্র। তরিকুল অনলাইন জুয়া আসক্ত যুবক। জুয়ার টাকা জোগার করার জন্যই সে বিকাশ ব্যবসায়ী শরিফকে হত্যা করেছে।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারী রাজবাড়ীর কালুখালী উপজেলার স্লুইজগেট বাজারে বিকাশ ব্যবসায়ী শরীফ কে হত্যা করা হয়। ঘটনার পরদিন সকালে নিহত শরীফের স্ত্রী আছমা খাতুন কালুখালী থানায় মামলা দায়ের করে । মামলা নং০৯। ধারা ৩০২/৩৪।
মামলার পর থেকেই কালুখালী থানা পুলিশ বিষয়টির নিবির পর্যবেক্ষন শুরু করে। রাতেই ধরে আনা হয় শরীফের ফোন প্রদানকারী তরিকুল ইসলামকে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে।
মাত্র ২৪ ঘন্টায় হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার হওয়ায় খুশি হয়েছেন নিহতের স্ত্রী আছমা খাতুন । তিনি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।