আজকের তারিখ : জুলাই ১৫, ২০২৫, ৩:২২ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২২, ২০২৪, ১২:৪১ পি.এম
আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ তাহিদুর রহমান মুক্তর গণসংযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ তাহিদুর রহমান মুক্ত এলাকাবাসীদের সাথে নিয়ে বুধবার দিনভর উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজার, ধলাইয়েরচর মোড়, বেজিডাঙ্গা বাজার, আলফাডাঙ্গা সরকারি কলেজ মোড় ও সদরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করে উপজেলা নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন।
শেখ তাহিদুর রহমান মুক্ত বলেন, আলফাডাঙ্গা উপজেলার জনগণের দোয়া ও সমর্থন নিয়েই আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি। আমি এই এলাকার সন্তান, সুখে দুঃখে আমাকে যখন স্মরণ করেছেন আমি আপনাদের কাছে ছুটে এসেছি। আমার কোন চাওয়া পাওয়া নেই।
আমি পরিবারিক ভাবেই মানুষের সেবা করা শিখে নিয়েছি আমার মা-বাবার ও ভাই- বোনের কাছ থেকে। আমার পিতা মরহুম শেখ খবীর হোসেন ও আমার মাতা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমার অন্য অন্য ভাইয়েরা আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় আমার ভাইদের আওয়ামী লীগের বিভিন্ন পদপদবী রয়েছে।
ইতিপূর্বে আমি সব সময় এলাকাবাসীর আপদে বিপদে সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পাশে থাকার। গত উপজেলা নির্বাচনে আমি আওয়ামী লীগের প্রার্থী ছিলাম, দল উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে মনোনয়ন দিয়েছিল আমি একজন আওয়ামী লীগের কর্মী হয়ে তার পাশে থেকে কাজ করেছি। শুধু উপজেলা নির্বাচনে নয় গত ইউনিয়ন পরিষদ নির্বাচন ও দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এলাকায় থেকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছি। দীর্ঘদিনের আওয়ামী লীগের রাজনীতি করে আমি মানুষের সেবা করার সুযোগ পেয়েছি।
এলাকার মানুষের কাছে কোনো নেতা হতে নয় মানুষের সেবক হতে চাই। আশা করি আমাদের এলাকার জনগণ আমাকে শূন্যহাতে ফিরিয়ে দিবেন না। আমার বিশ্বাস আমাকে জনগণ সামর্থন দিবেন। কথা দিচ্ছি আপনাদের পাশে আছি আমৃত আপনাদের সেবা করতে চাই। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha