রাজবাড়ীর কালুখালীতে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা। বুধবার দিবাগত রাত সারে ১১ টায় কালুখালী রুপসা স্লুইজ গেট বাজারে এই হত্যার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম। সে কালুখালীর ধানবাড়ীয়া গ্রামের মৃত হাকিম খার পুত্র।
নিহতের ভাবী জাকিয়া খাতুন জানায়, শরিফুল ইসলাম স্লুইজ গেট বাজারে বিকাশ এজেন্সীর ব্যবসা করতো। রাত সারে ১১টায় দূর্বত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে লাশটি ফেলে রেখে পালিয়ে যায়।
নিহতের স্ত্রী আছমা খাতুন জানান, বুধবার রাত ৯ টায় আমার স্বামী রুপসা গায়েবি মসজিদে ইসলামী জলসা শুনতে যায়। রাত সারে ১১টায় ওই জায়গা থেকে বাড়ী ফেরার সময় কে বা কাহারা আমার স্বামীকে রুপসা স্লুইজ গেট বাজারের যদুর দোকানের সামনে কুপিয়ে হত্যা করে লাশটি ফেলে পালিয়ে যায়। তিনি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হুসাইন জানান, রাতেই নিহত শরিফুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার পর থেকেই এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha