রাজশাহীর তানোরে এক মাংস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) বিলশহর গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
নিহতের নাম জিয়ারুল ইসলাম (৩৬), তিনি বিলশহর গ্রামের মৃত মোহর মন্ডলের পত্র।
এদিকে ২১ফেব্রুয়ারী বুধবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণ করেছেন।
স্থানীয়দের অভিমত গভীর নলকুপ নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে জিয়ারুলকে হত্যা করা হতে পারে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে এ ঘটনায় ইউপি আওয়ামী লীগের সম্পাদক ও ইউপি সদস্য আবুল হাসানের দ্বিতীয় স্ত্রী সুমি বেগমসহ তিন জনকে জিজ্ঞেসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত জিয়ারুল ইসলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার রাতের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বাড়ি ফিরছিলেন।
পথে বিলশহর গ্রামে তাকে কুপিয়ে হত্যা করে এবং তার শশুর বাড়ির সামনে লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর ভোর রাতে গ্রামবাসী জিয়ারুলের মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত জিয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে তানোর পৌর এলাকার আমশো মোড়ের দুলালের সঙ্গে মাংসের ব্যবসা ও নিজে আলুর ব্যবসা করতেন।
এবিষয়ে গোদাগাড়ী সহকারী (সার্কেল) এএসপি মোহাম্মদ সোহেল রানা জানান, তাদের ধারণা পূর্বশত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটতে পারে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে, এখনো জানা যায়নি। লাশের ময়নাতদন্ত শেষে তদন্ত করে দোষী ব্যক্তিদের খুঁজে বের করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha