রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউপির জাফরপুর এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় গত বৃহস্পতিবার ৬মে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা ও হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ খলিলুর রহমান।
অনুষ্ঠানে এ্যাডভোকেট মোঃ ওমর আলী, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ লাল্টু, পরানপুর ডিএস দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ গোলাম মোস্তফা চৌধুরী, কশবামাজাইল আমজাদ হোসেন কলেজের প্রভাষক এবিএম রাশেদুজ্জামান, পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এম.এ জিন্নাহ, মোঃ আবু নাসের, হাজী মোঃ আলাউদ্দিন, শহিদুর রহমান চুন্নু, মোঃ সামসুল হক, হাফেজ গোলাম কিবরিয়া, মাওলানা মাসুদ রানা, মীর আশরাফ আলী, মীর মোঃ আলী হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন মাদরাসার মহতামীম হাফেজ মীর মোঃ আকরাম হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫