আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ১১:৫০ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২১, ২০২৪, ২:২৯ পি.এম
শালিখায় মাদক বিরোধী অভিযানে সাড়ে ৩কেজি গাঁজা সহ আটক ১

মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাগুরার শালিখা থানায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজা সহ ১ জন মাদক কারবারিকে আড়পাড়া বাস স্ট্যান্ড সোহাগ কাউন্টার এর সামনে থেকে আটক করে শালিখা থানা পুলিশ।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের দিক নির্দেশনায় এএসআই মোঃ লিটন হোসেনের নেতৃত্বে এসআই লিটন গাজী ও এএসআই মোঃ মিলন হোসেন মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে গত ২০/০২/২০২৪ ইং তারিখ রাত অনুমান ১১টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানাধীন আড়পাড়া (ইউপি)আড়পাড়া বাজার হইতে ৩কেজি ৫০০গ্রাম গাঁজা সহ মাদক কারবারি মৃত-আব্দুর রাজ্জাক শেখের ছেলে মোঃ আরিফুল শেখ(৪৫) সাং-পারনান্দুয়ালী থানা +জেলা-মাগুরাকে গ্রেফতার করেন।
এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন বলেন, মাদক কারবারিরা বিভিন্ন সময় তাদের মাদক দ্রব্য বহন এর ধরণ পাল্টে পরিবহন করে থাকে আজ ট্রাং এর ভিতর থেকে সাড়ে তিন কেজি গাঁজা সহ আটক হয় আরিফুল শেখ নামে মাদক কারবারি।মাদকের বিরুদ্ধে কোন আপস নয় মাদকদ্রব্য নির্মুলে জিরো টলারেন্স নীতিতে অভিযান অবহৃত থাকবে।গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha