আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৮:৪৩ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২১, ২০২৪, ১২:৫৭ পি.এম
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরী অনুষ্ঠিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার সকাল ৯ টায় প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে উক্ত প্রভাত ফেরী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এ সময়ে ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক ও শিক্ষার্থী জেলার সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও বিভিন্ন পেশার মানুষ প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ করে যেতে পারে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে দেশব্যাপী জাতীয় ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচির অংশ হিসেবে উক্ত কর্মসূচি পালিত হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha