ফরিদপুরের নগরকান্দায় সরাসরি কৃষকের নিকট থেকে সরকারি ভাবে ধান, গম ও চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্য গুদাম ক্যাম্পাসে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্র।
এ বছর এ উপজেলার সরাসরি চাষীদের নিকট থেকে ২৭ টাকা কেজী মূল্যে ৪শত ৩৪ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। যা আগামী ১৫ আগষ্ট পর্যন্ত চলবে এ কার্যক্রম। ২৮ টাকা কেজী মূল্যে ৭ শত ৩৪ মেট্রিক টন গম ক্রয় করা হবে। আগামী ৩০ জুন পর্যন্ত চলবে এ কার্যক্রম।
এ ছাড়াও ৪০ টাকা কেজী মূল্যে ৯৪ মেট্রিক টন চাল ক্রয় করা হবে। আগামী ১৫ আগষ্ট পর্যন্ত চলবে এ কার্যক্রম।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুল ইসলাম, জেলা খাদ্য পরিদর্শক আফজাল হোসেন ও উপজেলা খাদ্য রক্ষক আলী আজাহার।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha