নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বুধবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছেন উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো।
এর আগে ২১ এর প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যাহ। পুস্পস্তবক অর্পন করেন, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, হাতিয়া প্রেস ক্লাব, হাতিয়া পৌরসভা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি গোলাম সরওয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্ল্যাহ, হাতিয়া থানার সার্কেল এসপি আমান উল্যাহ, হাতিয়া পৌর মেয়র কে এম ওবায়দুল্লাহ বিপ্লব, হাতিয়া উপজেলা, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মহিউদ্দিন মুহিন, ছাত্রলীগের সভাপতি আব্দুল রাজ্জাকসহ প্রমুখ।
সকালে পরিষদ চত্বরে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও পুরষ্কার বিতরণ করা হয়। বিকেলে উপজেলা পরিষদ বিজয় মঞ্চ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha