আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৯:১৩ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২১, ২০২৪, ৮:২৬ এ.এম
নাগেশ্বরীতে জাতীয় পার্টির ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পাকিস্তানি পুলিশের গুলিবর্ষণে বেশ কয়েকজন শহীদ হন। এই ঘটনার স্মরণে প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারি বাংলাদেশে শহীদ দিবস হিসেবে পালিত হয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করে ২১ শে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০০০ সালের ২১ শে ফেব্রুয়ারি থেকে বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়ে আসছে।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে সকল ভাষা শহিদদের স্মরণে, ২৫ কুড়িগ্রাম ১ আসনের মাননীয় সংসদ সদস্য,এ কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক ভাইয়ের পক্ষ থেকে ও নাগেশ্বরী উপজেলা ও পৌর জাতীয় পার্টি ও জাতীয় যুবসংহতি, জাতীয় ছাত্রসমাজের শ্রদ্ধাঞ্জলী নিবেদন।
এসময় উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আ ম প আনিছুর রহমান আনিছ ,নাগেশ্বরী পৌর জাতীয় পার্টির আহবায়ক, আলহাজ্ব রুহুল আমীন মন্ডল রেজা , সদস্য সচিব, বনিক সমিতির সভাপতি ফজলুল হক ফজলু , জাতীয় যুবসংহতি আহবায়ক, বানুর খামার নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম মানিক , যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান আতিক, আতাউর রহমান চাদ, জাতীয় ছাত্র সমাজ কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোঃ মোস্তফা কামাল মিরাজ কুড়িগ্রাম জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য মোঃ জেলাল আহম্মদ রানা,
পৌর জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মোঃ আশরাফুল আলম দুখু ,সদস্য সচিব, রুকুজামান রোকন, প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha