আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ১১:১৬ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২১, ২০২৪, ৮:২৯ এ.এম
তানোরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
মায়ের মুখের ভাষার জন্য প্রাণ দিয়ে বিরল ইতিহাস গড়েছে বাঙালি। প্রাণের ভাষা বাংলাকে উর্দুর পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে গড়ে ওঠা দুর্বার আন্দোলনে ১৯৫২ সালের
২১ ফেব্রুয়ারি সালাম, জব্বার, শফিক, বরকত, রফিক প্রমুখের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। যার ফলে বাংলা ভাষা পায় রাষ্ট্রীয় মর্যাদা।
সেই পথ ধরেই শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরে ৯ মাস পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্যদিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ফলে সারাবিশ্বে এই দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। ২১শে ফেব্রুয়ারী বুধবার (রাত ১২টা এক মিনিট) প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা
শহীদদের স্বরণে এসব কথা বলেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাত, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিন মিয়া, সম্পাদক ও তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইট ও তানভির রেজা প্রমুখ।
এদিকে একই দিন প্রথম প্রহরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha