আজকের তারিখ : এপ্রিল ৮, ২০২৫, ৫:৫৪ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২০, ২০২৪, ৫:১২ পি.এম
নলছিটিতে নকলে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার ও ২ শিক্ষককে অব্যাহতি

মঙ্গলবার(২০ফেব্রুয়ারি) আরবী দ্বিতীয় পত্রের পরীক্ষায় নলছিটি ইসলামিয়া ফাজিল(ডিগ্রি) মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ অব্যাহতি ও বহিস্কার আদেশ দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.নজরুল ইসলাম।
পরীক্ষার সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, নলছিটি ইসলামিয়া ফাজিল(ডিগ্রি) মাদরাসা পরীক্ষা কেন্দ্রে অনিয়ম চলছে সেই মর্মে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। এসময় বহিস্কার হওয়া পরীক্ষার্থীর অসুদপায় ও দায়িত্বরত শিক্ষকদের দায়িত্বে অবহেলার প্রমান পান। অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন তিমিরকাঠি ফাতেমিয়া আজিজিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মিনারুল ইসলাম ও নাঙ্গুলী মালিপুর নিজামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষিকা মমতাজ বেগম।
কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক মোহাম্মদ বাহাউদ্দিন জানান, আজকের আরবী দ্বিতীয় পত্রের পরীক্ষায় এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। একই সাথে দায়িত্বে অবহেলার জন্য দুই শিক্ষক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা দুজনে চলমান দাখিল পরীক্ষায় আর কোন দায়িত্ব পালন করতে পারবেন না।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম জানান, নলছিটিতে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হবে। এ ব্যাপারে আমাদের প্রচেষ্টা চলমান আছে কেউ যদি দায়িত্ব অবহেলা বা নকলের সহায়তা নেয় তাকে ছাড় দেয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha