কুষ্টিয়ার দৌলতপুরে পথ নির্দেশক স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার তারাগুনিয়া থানার মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।
এ সময় দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, দৌলতপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এবং সুধীজন উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা উপজেলা পরিষদ চত্বরে জমি অধিগ্রহণের দাতাগণের মাঝে চেক বিতরণ করেন। পরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও দৌলতপুর সহকারী (ভূমি) অফিস পরিদর্শন করেন।
এরপর মো. এহেতেশাম রেজা উপজেলার ফারাকপুর এলাকায় হিসনা নদী জলমহল, হিসনা আশ্রয়ন প্রকল্প এলাকা ও মথুরাপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।