ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর হাজিগঞ্জ বাজারে তিনটি স্বর্নের দোকান ও একটি বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভূক্তভোগীরা জানায় সোমবার দিবাগত রাত একটা হতে তিনটা পর্যন্ত ঐ বাজারের নৈশ প্রহরীদের হাত পা বেধেঁ ত্রিশ থেকে চল্লিশ জনের একটি সঙ্গবদ্ধ দল এ ডাকাতি করেছে। ডাকাতরা তিনটি স্বর্নের দোকান ও একটি বসত বাড়ি হতে প্রায় বিশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবী ভুক্তভোগীদের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
ভুক্তভোগী মোঃ যুবায়ের মোল্যা বলেন রাত দুইটার পরে শার্টার খোলার শব্দ পেয়ে তিনি তিন তলা হতে নীচে নেমে এসে ডাকাতদের দেখতে পান। এর পরপরই দশ থেকে বারোজন লোক তার বসত ঘরের দরজা ভেঙ্গে চার ভরি স্বর্ন, ৪ ভরি রৌপ্য ও নগদ দুই লক্ষ টাকা নিয়ে যায়।
এছাড়া চরহাজীগঞ্জ বাজারের স্বর্ন ব্যবসায়ী প্রফুল্ল কর্মকার, শ্রীকান্ত কর্মকার ও গোপীনাথ কর্মকার বলেন তারা কেউ দোকানে ছিলেন না। ডাকাতির খবর পেয়ে ওই রাতে এসে দেখেন তাদের দোকানের সার্টার এর তালা কেটে সিন্দুক ভেঙ্গে তাদের তিনজনের মোট সাড়ে দশ ভরি স্বর্ন, চার শত বিশ ভরি রৌপ্য ও এক লক্ষ পচিশ হাজার টাকা নিয়ে গেছে ডাকত দল।
চর হাজিগঞ্জ হাট বাজার বনিক সমবায় সমিতির সভাপতি কবিরুল আলম ব্যাপারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন ত্রিশ থেকে চল্লিশজন লোক রাত একটার দিকে নৈশ প্রহরীদের হাত পা বেধে বনিক সমিতির অফিসের তালা কেটে সেখানে আটক রেখে তার পর ডাকাতি করেছে।
ঘটনার সত্যতা স্বীকার ও ঘটনাস্থল পরিদর্ষন করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। চোরেরা পাহারাদারদের বেধেঁ রেখে কয়েটি দোকানের তালা ভেঙ্গে এ চুরি সংঘঠিত করেছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।