আজকের তারিখ : এপ্রিল ২৩, ২০২৫, ৩:১১ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৯, ২০২৪, ৭:২৯ পি.এম
হাতিয়ায় ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

নোয়াখালীর হাতিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় সরকারি বিধি লংঘনের অপরাধে দুটি ইটভাটাকে ১লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৯ ফেব্রয়ারি) বিকেলে উপজেলার জাহাজমারা ও বুড়িরচর ইউনিয়নের মেসার্স আবদুর রহিম ব্রিকস ও মেসার্স আর আর ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা যায়, হাতিয়া ইটভাটা গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৫(২) ও ৮(৩) ধারা লংঘনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে জাহাজমারা ইউনিয়নের মেসার্স আবদুর রহিম ব্রিকসকে ১লাখ টাকা ও বুড়িরচর ইউনিয়নের মেসার্স আর আর ব্রিকসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: গোলাম সরওয়ার। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার ও সহকারী পরিচালক জনাব তানজির তারেক।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha