আজকের তারিখ : এপ্রিল ২, ২০২৫, ৩:৫১ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৯, ২০২৪, ৩:০২ পি.এম
নিখোঁজের ১৩ দিনেও খোঁজ মেলেনি ভ্যান চালক আকাশের

নিখোঁজের ১৩ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ ভ্যান চালক আকাশ মাতুব্বরের (১৭) এখনও খোঁজ মেলেনি। এ নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে তার পরিবার। নিখোঁজ আকাশ মাতুব্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশোরদী ইউনিয়নের দামদরদী গ্রামের সাহালম মাতুব্বরের পুত্র।
এ নিয়ে আকাশ মাতুব্বরের বাবা সাহালম মাতুব্বর গত ৯ ফেব্রুয়ারী নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আকাশের বাবা সাহালম মাতুব্বর বলেন, গত ৬ ফেব্রুয়ারী সকালে বাড়ি থেকে ভ্যান গাড়ী চালানোর উদ্দেশ্যে বাহির হয়ে যায়, এরপর আর ফিরে আসে নাই। অনেক খুঁজাখুঁজি করে পরদিন সকালে পাশ্ববর্তী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খালিসাকান্দি কবরস্থানের সাথে বাগানে আমার ছেলের ভ্যান এবং পায়ের একটি জুতা পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমার ছেলেকে খুজে পাইনি।
তিনি আরও বলেন, ১৩ দিন পার হয়ে গেছে। ছেলে কোথায় আছে, কেমন আছে, কোনো কিছুই জানি না।
নগরকান্দা থানার ওসি মোঃ আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha