আজকের তারিখ : এপ্রিল ৩, ২০২৫, ১:৪০ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৮, ২০২৪, ১১:৩৭ পি.এম
যশোরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের বিনিময় সভা অনুষ্ঠিত

যশোর পুলিশের সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম বলেছেন, ‘আমরা কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাচ্ছি না। সুনির্দিষ্ট তথ্যর ভিত্তিতে আমরা সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। এখানে দল বা ব্যক্তি বিবেচিত হচ্ছে না।’
রোববার সকালে পুলিশ সুপার যশোরের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসপি প্রলয় কুমার জোয়ারদার পুলিশের অবস্থান তুলে ধরে বলেন, 'গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকাসক্ত, মাদকের গডফাদার ও আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। এ অভিযান কোনো জনপ্রতিনিধি বা কোনো শ্রেণী- পেশার মানুষের বিরুদ্ধে নয়।'
এসপি আরো বলেন, চলতি মাসে যশোরে ৫ দিনের ব্যবধানে চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া দখল, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র কেনাবেচা নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলতি বছরের গত ৪৩ দিনে যশোরে ১২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময়ে বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজীর ঘটনাও।
এসপি প্রলয় কুমার জোয়ারদার সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনাদের কাছে কোনো চিহ্নিত সন্ত্রাসী ও সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে আমাদের দেবেন। আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা আইনানুগভাবে, সততা ও সাহসিকতার সঙ্গে পালন করব। অপরাধীকে অপরাধী হিসাবেই বিবেচনা করব। তার অন্য কোনো পরিচয় থাকুক, সেটা আমাদের কাছে বিবেচ্য নয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচআর তুহিন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha