আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্বৃত্তের অতর্কিত হামলায় সেকেন্দার আলম নামে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। সে এখনমৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের পূর্বপাড়া নতুন মসজিদের কাছে এই হামলার ঘটনা ঘটে।
সাংবাদিক সেকেন্দার আলম আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি। এছাড়া তিনি সাপ্তাহিক ‘আমাদের আলফাডাঙ্গা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক ভোরের পাতার আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি।
পরিবার সূত্রে জানা যায়, সাংবাদিক সেকেন্দার আলম গোপালপুর বাজার থেকে ইফতার শেষে মোটরসাইকেল যোগে পবনবেগ বাজারে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌছালে হঠাৎ তার মোবাইলে ফোন আসে। তিনি গাড়ি থামিয়ে ফোনটি রিসিভ করে কথা বলতে থাকেন। এসময় কিছু বুঝে ওঠার আগেই বিপরীত দিক থেকে দুর্বৃত্তের দল তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পথচারীরা দেখতে পেয়ে তাকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আরো খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতেই ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, গুরুতর আহত অবস্থায় সাংবাদিক সেকেন্দার আলমকে হাসপাতালে আনা হয়। তার মাথায় মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রæত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মো.ইকবাল হোসেন,তারিখ: ০৭/০৫/২১, মোবাইল: ০১৭২২২৪৭৩৪৫
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha