রাজবাড়ীতে গাইনী বিশেষজ্ঞ ডাঃ শাহনিমা নার্গিসকে লাঞ্ছিতর ঘটনায় বিএমএর সাধারণ সম্পাদক ডা. এ.এফ.এম শফীউদ্দিন (পাতা) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গত রবিবার ২৯ নভেম্বর বিকেলে প্রদত্ত এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
ডা. এ.এফ.এম শফীউদ্দিন বলেন, গত ২৩ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় রাজবাড়ী সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. শাহনিমা নার্গিসের রাজবাড়ী ক্লিনিকে অবস্থিত ব্যক্তিগত চেম্বারে জনৈক সাগর ও জুয়েল সর্বপিতা আজিজ সর্দার, গ্রাম ধুঞ্চি, রাজবাড়ী সদর, জেলা রাজবাড়ী কতিপয় সন্ত্রাসীকে সাথে নিয়ে জোরপূর্বক চেম্বারে প্রবেশ করে চাঁদাবাজীর উদ্দেশ্যে অশালিন আচরণ এবং অহেতুক বাক-বিতন্ডায় লিপ্ত হয়ে তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করতে উদ্যত হয়।
পরবর্তিতে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপে তারা পালিয়ে যায়। একজন দায়িত্বশীল চিকিৎসকের সঙ্গে এহেন অসৌজন্যমূলক আচরণের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজবাড়ী জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. এ.এফ.এম শফীউদ্দিন (পাতা) ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সকল চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রশাসনের নিকট আহবান জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫