পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের জমিতে ধান কাটা উৎসব শুরু হয়েছে । শুক্রবার(৭ মে) সকালে ঠাকুর অনুকুলচন্দ্র আশ্রমের পাশে নিজস্ব জমিতে ধান কাটা শুরু হয়।
করোনাকালে শ্রমিক সংকটের কারণে এবার ধান কাটা নিয়ে বিপাকে পড়েন আশ্রম কর্তৃপক্ষ। তবে সেই দুশ্চিন্তা কাটিয়ে সৎসঙ্গের কর্মীরা স্বেচ্ছাশ্রমে ধান কাটা উৎসবে অংশ নেন। তারা নিজেরা ধান কেটে আশ্রমে পৌঁছে দেন।
ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা জানান, এ বছর তারা নিজস্ব ৭০ বিঘা জমিতে ধান চাষ করেছেন। কিন্তু করোনা ও লকডাউনের কারণে ধান কাটা নিয়ে দেখা দেয় শ্রমিক সংকট। ফলে আশ্রমের নিবেদিত প্রাণ কর্মীরা স্বেচ্ছাশ্রমে জমির ধান কেটে ঘরে তুলছে।
রঞ্জন কুমার সাহা আরো জানান, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। উন্নত প্রযুক্তির মাধ্যমে অল্প জমিতে অধিক ধান উৎপাদনে সরকারের যে মিশন-ভিশন রয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫