আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ৪:০২ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৪, ২০২৪, ১০:৪৭ পি.এম
তানোর উপজেলা চেয়ারম্যান ময়নার স্বরসতী পুজা পরিদর্শন

রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নের (ইউপি) বৈদ্যপুর সনাতন ধর্মাবলম্বীদের স্বরসতী পুজা মণ্ডপ পরিদর্শন এবং ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও সাংসদের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়েছেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় বৈদ্যপুর স্বরসতী পুজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এ সময় উপস্থিত ছিলেন বাধাইড় ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান, সম্পাদক রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাদেকুল ইসলাম ও কামাল উদ্দিন প্রমুখ।
এ সময় তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন হবে চ্যালেন্জিং, এজন্য এখন থেকেই যে যেখানে যে অবস্থাতেই আছেন সে অবস্থান থেকেই আপনাদের আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জনের চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে।
তিনি বলেন, আমাদের বিশ্বাস আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জনের সঠিক চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে পারলে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ্।
তিনি বলেন, আমাদের মধ্যকার সকল মতপার্থক্য পরিহার করে আমাদের মতৈক্য পৌঁছাতে হবে। তিনি বলেন, আগামি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন যার আমরা ও ভোট তার। দলের সমর্থন ব্যতিত কেউ যদি নিজেকে আওয়ামী লীগ দাবী করে ভোট চাই তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে। কারণ আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার লোক আমাদের একটার পরিচয় আমরা নৌকার কর্মী।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি পরিবার আমরা সবাই সেই পরিবারের সদস্য। তিনি আগামিতে সকলকে আওয়ামী লীগের ছায়াতলে আশার আহবান জানিয়ে বলেন, আমরা আমাদের অভিভাবক প্রাণপ্রিয় নেতা এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নিয়ে এগিয়ে যেতে চাই।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha